ডোমেইন নেম কি?
বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিস বাংলাদেশে দিয়ে আসছে ৬ বছর ধরে এডভান্স ওয়েব (advance web)।
ডোমেইন হচ্ছে কোন একটা ওয়েবসাইটের নাম যেমন, www.google.com এটি একটি ওয়েব সাইট যা সকল ইন্টারনেট ব্যবহারকারী তার ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখতে পারে। এখানে তিনটি W হচ্ছে যথাক্রমে world wide web আর google.com হচ্ছে সেই ওয়েব সাইটের মূল নাম। প্রথমত এই ওয়েব সাইটের একটি আইপি এড্রেস থাকে যা প্রত্যেক ওয়েব সাইটের থাকে আপনি চাইলে সেই আইপি আপনার ব্রউজারের এড্রেসবারে দিয়ে ওয়েব সাইটটি দেখতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি সব ওয়েব সাইটের আইপি এড্রেস মনে রাখতে পারবেন কিন্তু ডোমেইন নেম থাকলে আপনি তা সহজেই মনে রাখতে পারবেন।
বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিস কেনার লিঙ্কঃ https://advanceweb.xyz/clients/index.php?rp=/store/cpanel-hosting
ডোমেইনের গঠনঃ
প্রত্যেক মূল ডোমেইন নেমের দুটি অংশ থাকে। একটিতে নাম এবং আরেটিতে এক্সটেনশন যেমন, www.google.com এখানে google হচ্ছে ডোমেইন নেম এবং .com হলো এক্সটেনশন। এসব এক্সটেনশনগুলো ওয়েবসাইটের এবং প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী সিলেক্ট করা হয়ে থাকে। নিচে কিছু ওয়েবসাইটের ধরন অনুযায়ী ডোমেইনে এক্সটেনশনের উদাহরণ দেওয়া .com এটি সবচেয়ে বেশি ব্যবহৃত ডোমেইন এক্সটেনশন। সাধারনত এটি কমার্শিয়াল কোম্পানির ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয় .net এটি এক বা একাধিক নেটওয়ার্কের কোম্পানি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয। .org এটি অর্গানাইজেশন বা অলাভজনক সংগঠনের ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। .info এটি তথ্যভিত্তিক বা ব্যক্তিগত ওয়েব সাইটের জন্য ব্যবহার করা হয়। .me এটি সাধারনত ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইটর জন্য ব্যবাহার করা হয়।
বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিস কেনার লিঙ্কঃ https://advanceweb.xyz/clients/index.php?rp=/store/cpanel-hosting
জেনে নেই TLD ও CCTLD কি?
TLD মানে Top Level Domain, উপরে যেসব ডোমেইনের উদাহরণ দেখানো হয়েছে তা সবই Top Lavel Domain, CCTLD হলো country code top level domain যা বিভিন্ন দেশের জন্য নির্দিষ্ট করা কিছু ডোমেইন থাকে যেমন, .com.bd/.in/.PK
ডোমেইন নেম সিলেক্ট করার সময় যেসব বিষয় গুলো খেয়াল রাখবেনঃ
১। সহজ নাম নির্বাচন করতে হবে যাতে সবাই সহজে মনে রাখতে পারে।
২। নাম সংক্ষিপ্ত রাখতে হবে যাতে দেখতে এবং শুনতে সুন্দর লাগে আর মনে রাখতে ও সহজ হবে।
৩। ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে মিল রেখে নাম ঠিক করতে হবে যেমন, ইকমার্স ওয়েব সাইটের জন্য shop or store রিলেটেড নাম দিতে হব
৪। বড় কোন কোম্পানির নামের সাথে মিল রেখে নাম দেওয়া থেকে বিরত থাকুন এতে আপনার ওয়েবসাইট রেঙ্ক হবে না।
৫। আপনার পছন্দের ডোমেইনটি খালি আছে কিনা তা ডোমেইন কেনার ওয়েব সাইটে সার্চ দিয়ে দেখে নিন
ডোমেইন রেজিস্ট্রেশনের সময় যে বিষয় গুলো খেয়াল রাখবেনঃ
১। যে কোম্পানি থেকে ডোমেইন কিনবেন তাদের সাথে ডোমেইনের প্রাইজ নিয়ে বিস্তারিত কথা বলে নিন।
২। পরের বছরের রিনিউ চার্জের পরিমান জেনে নিবেন। অনেক প্রোভাইডার অফার দিয়ে অনেক কম মূল্যে বিক্রয় করে থাকে।
বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিস কেনার লিঙ্কঃ https://advanceweb.xyz/clients/index.php?rp=/store/cpanel-hosting
ওয়েব হোস্টিং কি?
এই ইন্টারনেটের যুগে ওয়েবসাইট থাকা একটি কমন বিষয়। বর্তমানে সব ধরনের সরকারি এবং বেসরকারি সার্ভিস অনলাইন ভিত্তিক হচ্ছে। এই সার্ভিস গুলো গ্রাহক বা কাস্টমার পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন হয় ওয়েবসাইটের।
প্রতিটি ওয়েবসাইটের ভেতরে অনেকগুলো ডাটা যেমন ইমেজ, টেক্সট, ভিডিও ইত্যাদি জমা থাকে। এখন এ সকল তথ্য বা ফাইল জমা থাকার জন্য প্রয়োজন পরে স্টোরেজের। আমাদের মোবাইল বা কম্পিউটারে থাকা মেমোরি কার্ড বা হার্ড ড্রাইভের প্রধান কাজ হলো ফাইল জমা রাখা। যেখান থেকে আমরা প্রয়োজন মত ফাইল ব্যবহার করতে পারি বা অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে দিতে পারি। কম্পিউটার বা মোবাইলের স্টোরেজে যেমন ফাইল জমা থাকে। ঠিক তেমনি একটি ওয়েবসাইটের ফাইল জমা রাখার জন্য স্টোরেজের প্রয়োজন পরে। আর এই স্টোরেজ সুবিধা প্রদান করে ওয়েব হোস্টিং বা সার্ভার। অর্থাৎ ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ সম্পর্কিত ফাইল জমা রাখার জন্য যে স্টোরেজ সিস্টেম ব্যবহার করা হয় তাকে ওয়েব হোস্টিং বলে।
সহজ করে বলতে গেলে হোস্টিং হলো অনেকগুলো হার্ডডিস্ক সম্বলিত একটি কম্পিউটার। যেখানে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ ইত্যাদি থাকে and পুরো কম্পিউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। উক্ত কম্পিউটারের হার্ডডিস্কে আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন এবং ডাটা জমা থাকে।
আমরা যখন ওয়েব সাইটে প্রবেশ করি তখন আমাদের পার্সোনাল কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে সার্ভার কম্পিউটারের সাথে সংযুক্ত হয়। এতে আমরা আমাদের সার্ভারে থাকা ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি ফাইল ব্রাউজ করতে পারি।
মোটকথা হোস্টিং হলো এমন একটি সিস্টেম যেখানে ওয়েবসাইটের ডাটা রাখার জন্য সার্ভার স্পেস ভাড়া করা হয়। একটি ওয়েবসাইটের যাবতীয় ফাইল এবং ডাটাবেজ যেখানে জমা থাকে এবং ইন্টারনেট ইউজ করে বিশ্বের যে কোন প্রান্ত থেকে সেই ওয়েবসাইট ভিজিট করা যায়।
ওয়েব হোস্টিং এর সুবিধা অসুবিধা
অনলাইন ভিত্তিক প্রতিটি সার্ভিসের জন্য ওয়েব হোস্টিং একটি দারুণ বিষয়। বর্তমান এই প্রযুক্তির সময়ে ওয়েব হোস্টিং এর কোনো বিকল্প নেই। এর অনেক সুবিধা থাকার পরেও এর কিছু অসুবিধা নিচে দেওয়া হলো।
বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিস কেনার লিঙ্কঃ https://advanceweb.xyz/clients/index.php?rp=/store/cpanel-hosting
হোস্টিং ব্যবহার এর সুবিধাঃ
এক্সেসিবিলিটিঃ ওয়েব হোস্টিং থাকার কারণে আমরা আমাদের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপলিকেশন ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে অ্যাক্সেস করতে পারি। যা আমাদের নিজেদের সাথে বিশ্ববাসীদের যোগাযোগ স্থাপনে সহায়তা করে।
সাশ্রয়ীঃ ওয়েব হোস্টিং সার্ভিস বর্তমানে অনেক সাশ্রয়ী দামে পাওয়া যায়। দাম কম হওয়ার কারণে বড় বড় কোম্পানির সাথে সাথে ছোট কোম্পানি and সাধারণ মানুষ হোস্টিং কিনে তাদের সার্ভিস বা ওয়েবসাইট অনলাইনে পাবলিশ করতে পারছে।
স্কেলেবিলিটিঃ আমরা প্রয়োজন মত স্পেস বাড়িয়ে বা কমিয়ে আমাদের বাজেটের মধ্যে ওয়েব হোস্টিং ব্যবহার করতে পারি। এতে অতিরিক্ত ব্যয় না করেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।
টেকনিক্যাল সাপোর্টঃ একটি ওয়েবসাইট ম্যানেজ করার জন্য অনেক টেকনিক্যাল সমস্যার সমাধান করতে হয়। রিলেটেড সেক্টরে অভিজ্ঞতা না থাকলে অনেক বড় ধরনের লসে পরতে হবে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রতিটি ওয়েব হোস্টিং প্রোভাইডার টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে।
ফুল সার্ভিস কন্ট্রোলঃ ওয়েব হোস্টিং সার্ভিসগুলোতে ওয়েবসাইট ডিজাইন and ডেভেলপমেন্টসহ ফাংশনালিটির ফুল কন্ট্রোল ইউজারের হাতে থাকবে।
বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিস কেনার লিঙ্কঃ https://advanceweb.xyz/clients/index.php?rp=/store/cpanel-hosting
হোস্টিং ব্যবহার এর অসুবিধাঃ
ডাউনটাইমঃ ওয়েব সার্ভিস ব্যবহার করার সময় সার্ভার জটিলতার কারণে ডাউনটাইম সমস্যা মোকাবেলা করতে হয়। এই জন্য হোস্টিং সার্ভিস নেওয়ার সময় ৯৯% আপটাইম দেখে নিতে হয়।
সিকিউরিটিঃ বর্তমান সময়ে প্রায় সব হোস্টিং প্রোভাইডার উচ্চ মানের সিকিউরিটি সিস্টেম ইউজ করে। তবে স্বল্প দামে হোস্টিং কেনার জন্য আমরা সস্তা প্রোভাইডারের কাছে যাই যেখানে কোন ভালো মানের সিকিউরিটি সাপোর্ট থাকে না। এতে আমাদের ওয়েবসাইট ম্যালওয়্যার অ্যাটাক সহ ভাইরাস আক্রমণের শিকার হয়।
রিসোর্স স্বল্পতাঃ কিছু কিছু ওয়েব সার্ভার প্ল্যান আছে যেখানে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ, স্টোরেজ ও প্রসেসিং পাওয়ার দেওয়া হয়। এ সকল ওয়েব হোস্টিং সার্ভিসে আপনার জন্য বরাদ্দ দেওয়া রিসোর্স ব্যতীত কিছু ইউজ করতে পারবেন না। অতএব আপনার সাইটে যদি বেশি রিসোর্স প্রয়োজন পরে তাহলে সাইট ক্রাশ করবে বা কিছু সময়ের জন্য ডাউন হয়ে থাকবে।
নির্ভরশীলতাঃ আপনার ওয়েবসাইট বা সার্ভিস কেমন পারফর্ম করবে তা সম্পূর্ণটাই নির্ভর করে হোস্টিং কোম্পানির উপর। তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সাপোর্ট যদি দুর্বল হয় তাহলে আপনি আপনার জায়গা থেকে তা আপগ্রেড করতে পারবেন না। এ সকল কাজের জন্য আপনাকে প্রোভাইডারের উপর নির্ভর করতে হবে।
স্বল্প কাস্টমাইজেশন অ্যাক্সেসঃ একটি ওয়েব হোস্টিং কোম্পানি কখনই আপনাকে তাদের সার্ভিসের ফুল অ্যাক্সেস দিবে না। তারা আপনাকে তাদের দিক থেকে প্রয়োজনীয় কাস্টমাইজেশন করে তারপর আপনাকে দিবে। অর্থাৎ সব হোস্টিং প্রোভাইডার আপনার সার্ভারে সব ধরনের স্ক্রিপ্ট বা সফটওয়্যার ইন্সটল করতে দেবে না। এডভান্স ওয়েব (advance web) আপনাকে সকল সার্ভিস দিতে প্রস্তুত।
Lastly ওয়েব হোস্টিং একটি আধুনিক এবং গতিশীল প্রযুক্তি যা ইন্টারনেটকে এত সুন্দর এবং তথ্যবহুল করেছে। উপরিউক্ত আলোচনায় আমরা ওয়েব হোস্টিং এর সুবিধা অসুবিধাসহ প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করলাম।
বেস্ট ডোমেইন হোস্টিং সার্ভিস কেনার লিঙ্কঃ https://advanceweb.xyz/clients/index.php?rp=/store/cpanel-hosting